স্বাগতম
কলাপাড়া পৌরসভা ১লা মার্চ ১৯৯৭ ইং তারিখ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার ২৪৪ কিলোমিটার দক্ষিনে পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার “ঢাকা-কুয়াকাটা” মহাসড়ক ও শেখ জামাল সেতু এই পৌরসভার ভিতর দিয়ে কুয়াকাটা পযর্টন কেন্দ্রে পৌছেঁছে। পৌরসভাটির আয়তন ৩.৭৫ বর্গ কিলোমিটার (প্রস্তাবিত ১৫.২০ বর্গ কিঃ মিঃ)। এটিতে ৯ টি ওয়ার্ড রয়েছে এবং জনসংখ্যা ১৯৭৮২.০০ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) পুরুষ- ৯৯৪৪ জন, মহিলা- ৯৮৩৮ জন। পৌরসভাটি দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এটি প্রথমে “সি” শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করলেও ১৩ সেপ্টেম্বর ২০১৫ইং তারিখ “এ” শ্রেণিতে উন্নীত হয়। কলাপাড়া পৌরসভার স্থায়ী কর্যালয়টি কলাপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।